January 18, 2025, 12:54 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

আফজাল হোসেন ও তাঁর নায়িকারা

আফজাল হোসেন ও তাঁর নায়িকারা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের দীর্ঘ অভিনয়জীবন। এই দীর্ঘ যাত্রায় তাঁকে পর্দায় দেখা গেছে নানা রূপে, নানা চরিত্রে। তাঁর বিপরীতে পাওয়া গেছে একেক প্রজন্মের একেক অভিনেত্রীকে। এবার তাঁরা সবাই এক হচ্ছেন এই অভিনেতার জন্য। আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করা ৩৫ জন নায়িকাকে নিয়ে তৈরি হচ্ছে সাত পর্বের অনুষ্ঠান, নাম ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’। ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’ অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফারিয়া হোসেন। গতকাল রোববার সকালে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, দুই বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা আর প্রস্তুতির পর অনুষ্ঠানটি নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। এই অনুষ্ঠান হবে সাত পর্বের। প্রতি পর্বে থাকবেন অভিনেতা আফজাল হোসেন। সঙ্গে থাকবেন তাঁর বিপরীতে বিভিন্ন সময় অভিনয় করেছেন এমন কয়েকজন অভিনেত্রী। সেটে দেখা যাবে চম্পা, শম্পা রেজা, মৌসুমী, বিপাশা হায়াত, তানিয়া আহমেদ, এমি রহমান, তারিন, সাদিয়া ইসলাম মৌ, সুইটি ও পূর্ণিমাকে। এ ছাড়া ববিতা, মিতা রহমান, লুৎফুন্নাহার লতা, নিমা রহমান, বন্যা মির্জাসহ আরও ২৫ জন অভিনেত্রী ভিডিও বার্তার মাধ্যমে জানাবেন আফজাল হোসেনের নায়িকা হওয়ার অভিজ্ঞতা, স্মৃতি। শোনাবেন প্রিয় এই অভিনেতাকে ঘিরে মজার গল্প। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেহানা সামদানি। তবে ভিন্নধর্মী এই আয়োজন এখনই টিভি পর্দায় দেখতে পাবেন না দর্শক। এজন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়। প্রায় এক বছর! নির্মাতা ও নাট্যকার ফারিয়া হোসেন বলেন, অনুষ্ঠানটি তৈরি হচ্ছে আগামি ঈদুল ফিতরের জন্য। তখন চ্যানেল আইয়ে এটি প্রচার করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর