‘নীলমায়া’ নিয়ে চঞ্চল-মম
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
খী দম্পতি ইকবাল ও মায়া। তবে তাদের পরিবারে সন্তান নেই। তাই বিষণ্ণ মনে দিনের অনেকটা সময় বাড়ির ছাদে সময় কাটান মায়া। এদিকে পাশের বাড়ির পলাশ ছাদে ছবি আঁকার ফাঁকে প্রায়ই মায়াকে দেখেন।
শিল্পী পলাশ একদিন মায়ার একটা ছবি এঁকে ফেলে। পরদিন মায়াকে ছবিটা উপহার দিতে তার বাসার দরজায় হাজির পলাশ। এরপর থেকে শুরু হয় অন্য গল্প। আস্তে আস্তে মায়া প্রেমে পড়ে যায় পলাশের। নিয়মিত তারা লুকিয়ে দেখা করেতে থাকেন।
ঈদুল আজহা উপলক্ষে এমন গল্পে টেলিফিল্ম ‘নীলমায়া’ নির্মাণ করেছেন সুমন আনোয়ার। এর কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম ও শ্যামল মাওলা।
প্রেম ও পারিবারিক টানাপড়েনের গল্পের ‘নীলমায়া’ ঈদের ৬ষ্ঠ দিন (শনিবার, ১৭ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।