বিয়ে করলেন কণা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
‘আমাদের প্রেমের সম্পর্ক বছর সাতেক হলো। আর চেনা জানা তো অনেক আগের। আসলে আমরা ব্যক্তিগত বিষয়গুলো কখনও সামনে আনিনি। পারিবারিকভাবেই কাজটি হয়েছে। বিষয়টি নিয়ে খুব একটা প্রচার হোক, দুই পরিবারের কেউই চাননি। সে কারণে বিয়েটাও নীরবেই হয়েছে।’
বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলছিলেন দেশের অন্যতম জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা। গত ২১ এপ্রিল তার বিয়ে হয়েছে। বর তার বন্ধু ও প্রেমিক গোলাম মো. ইফতেখার গহীন। পেশায় তিনি ব্যবসায়ী।
দুই পরিবারের ইচ্ছেতেই বিয়েটা হয়েছে বলে জানালেন কণা। তিনি আরও বলেন, ‘শুধু আকদটা সম্পন্ন হয়েছে। আমি এখনও নিজেদের বাসাতেই আছি। বিবাহোত্তর সংবর্ধনা, শ্বশুরবাড়িতে যাওয়া বা হানিমুন এগুলো কিছুই হয়নি। ধীরে ধীরে এগুলো করব।’
কণার বর গোলাম মো. ইফতেখারের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। দীর্ঘ সাত বছরের প্রেম গহীন ও কণার। মাঝেমধ্যে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনা চললেও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলেননি।