July 20, 2025, 12:15 am

সংবাদ শিরোনাম
জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ গাইবান্ধা জেলা নিয়ে আর কোনো কনটেন্ট নয়: কনটেন্ট ক্রিয়েটর ইতিমনির ঘোষণা কুলাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়_জেলা প্রশাসক আফরোজা রাজারহাটে বাড়িতে হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন- জয়পুরহাটে যুবদলের দলের বিক্ষোভ মিছিল সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জের সন্তানকে ফেরত পেতে এবং মানব পাচারকারী চত্রুের বিরুদ্ধে শাস্তি দাবী করে মা হাসিনা বেগমের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত

আঁখি আলমগীরের চাপ অনেক বেশি

আঁখি আলমগীরের চাপ অনেক বেশি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কয়েকদিন আগে সিঙ্গাপুর ও ব্যাংকক থেকে দুই মেয়েকে নিয়ে ঘুরে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এসেই আবার কাজে মনোযোগী হয়েছেন। তবে এবার কাজের চাপটা অনেক বেশি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। এর বেশিরভাগই ঈদের অনুষ্ঠান। সেদিক থেকে বলা যায়, এবারের ঈদে টিভি পর্দায় আঁখি আলমগীরের উপস্থিতি বেশ ভালোই থাকছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে সিঙ্গাপুর থেকে ফেরার পর বিভিন্ন অনুষ্ঠানের শুটিং করছি। ঈদমুখী ব্যস্ততার কারণে বেশ কিছু রেকর্ডিংয়ের কাজও পিছিয়ে দিয়েছি।

ঈদের পর সেগুলো করবো। কারণ একসঙ্গে অনেক কাজ করতে চাই না। এবার বেশ কিছু টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছি। এর একেকটি একেক রকম। আমার বিশ্বাস দর্শক উপভোগ করবেন। এদিকে ঈদের ছুটি কাটিয়েই ফের ব্যস্ততায় জড়িয়ে পড়তে হবে আঁখিকে। এবার ঈদে কোনো ব্যানার থেকে তার নতুন গান প্রকাশ না হলেও ফাগুন অডিও ভিশনের ঈদের ম্যাগাজিন ‘পাঁচফোড়ন’ এ গেয়েছেন তিনি। এখানে রবি চৌধুরীর সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন। অন্যদিকে ঈদের পর পরই নতুন গানের কাজ শুরু করবেন। এরমধ্যে কয়েকটি নতুন ছবির গানেও কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। পাশাপাশি কিছু অডিওর কাজও করবেন। সেসঙ্গে শো এর ব্যস্ততাও রয়েছে। আঁখি বলেন, এখন শো ও ঈদের অনুষ্ঠানের ব্যস্ততা রয়েছে। এই ব্যস্ততা ঈদের আগের দিন পর্যন্ত হয়তো থাকবে। আর রেকর্ডিংগুলো ঈদের পর সেরে ফেলবো। এরইমধ্যে কয়েকটি গানের ট্র্যাক পেয়েছি হাতে। সেগুলো থেকে বেশ কিছু গান পছন্দও হয়েছে। সেগুলোর কাজ ঈদের পর পরই করে ফেলবো। আমার বিশ্বাস এ গানগুলো প্রকাশ পেলে শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

Share Button

     এ জাতীয় আরো খবর