July 27, 2024, 8:28 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাত

আব্দুস সামাদ আজাদ,সিলেট প্রতিনিধিঃ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাতে আহত করেছে এক বখাটে। বখাটে এনাম মিয়ার ছুরিকাঘাতে সুবর্ণা বেগম (৩০) ও তার ভাই মিথুন আহমদ (২০) আহত হন।গত শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুবর্ণা শাহপরান এলাকার এনাম আহমদের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মিথুনের দোকানে বসে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করতো প্রতিবেশী এনাম মিয়া। এ ঘটনার প্রতিবাদ করেন মিথুন ও তার ভাই জাহিদ।পরবর্তীতে জাহিদকে রাস্তায় একা পেয়ে মারধর করেন এনাম। এরপর শুক্রবার রাত ১০টার দিকে মারধরের বিচার চাইতে এনামের বাড়ির উদ্দেশে রওনা হন সুবর্ণা ও তার ভাই মিথুন। কিন্তু বিচার দেওয়ার কথা শুনে ক্ষুব্ধ এনাম রাস্তায় তাদের ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মূলত দোকানের সামনে বসতে নিষেধ করার জেরে হামলার এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর