September 8, 2024, 6:39 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাত

আব্দুস সামাদ আজাদ,সিলেট প্রতিনিধিঃ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই-বোনকে ছুরিকাঘাতে আহত করেছে এক বখাটে। বখাটে এনাম মিয়ার ছুরিকাঘাতে সুবর্ণা বেগম (৩০) ও তার ভাই মিথুন আহমদ (২০) আহত হন।গত শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুবর্ণা শাহপরান এলাকার এনাম আহমদের স্ত্রী।স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মিথুনের দোকানে বসে স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করতো প্রতিবেশী এনাম মিয়া। এ ঘটনার প্রতিবাদ করেন মিথুন ও তার ভাই জাহিদ।পরবর্তীতে জাহিদকে রাস্তায় একা পেয়ে মারধর করেন এনাম। এরপর শুক্রবার রাত ১০টার দিকে মারধরের বিচার চাইতে এনামের বাড়ির উদ্দেশে রওনা হন সুবর্ণা ও তার ভাই মিথুন। কিন্তু বিচার দেওয়ার কথা শুনে ক্ষুব্ধ এনাম রাস্তায় তাদের ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহতাবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মূলত দোকানের সামনে বসতে নিষেধ করার জেরে হামলার এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর