ঈদে বিশেষ টিভি শোতে অনন্ত ও বর্ষা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা ঈদে বিশেষ একটি টিভি শোতে হাজির হচ্ছেন । এই অনুষ্ঠানে একইসঙ্গে মেহমান এবং উপস্থাপক হিসেবে উপস্থিত হবেন তাঁরা। প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন, পরিবারসহ নানা বিষয়ে উক্তি বলবেন শোবিজের জনপ্রিয় এই তারকা দম্পতি।
ঈদ উপলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন চিত্রনায়িকা বর্ষা, সেখানে তাঁর মেহমান হিসেবে উক্তি বলবেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল আলোচিত ও দর্শকনন্দিত অভিনেতা অনন্ত জলিল তাঁর ব্যক্তিগত জীবনের প্রচুর অজ্ঞাত উক্তি দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন। ছোটবেলার ঈদের স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়ার বিষয়ে উক্তি বলবেন। পাশাপাশি তাঁর আসন্ন সিনেমা ‘দিন:দ্য ডে’ নিয়েও জানাবেন তাঁর ভক্তদের।
এরপরের ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন অনন্ত জলিল। আর অতিথির আসনে বসে উক্তি বলবেন বর্ষা। বর্ষাও তাঁর ব্যক্তিগত জীবনের নানা অনুভূতির উক্তি ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। ঈদের প্রথমদিন রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল শোবিজ টু নাইট’ অনুষ্ঠানে দেখা যাবে তাঁদের।