-
- শিক্ষা, সারাদেশে
- গোয়াইনঘাটে ২ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও বৃক্ষরোপণে ফারুক আহমদ
- আপডেট সময় August, 3, 2019, 4:10 pm
- 191 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
৩ আগস্ট (শনিবার) গোয়াইনঘাট উপজেলার পূর্নানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ও ডক্টর আতি উল্লাহ বহুমুখী হোম একাডেমী পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যা লয়ের ইংরেজী লেকচারাল ডক্টর আতি উল্লাহ স্যার, সাংবাদিক মঞ্জুর আহমদ প্রমুখ। পরিদর্শন পরবর্তীতে উভয় বিদ্যালয়ে চতুরদিকে বৃক্ষরোপণ করেন। এতে তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- এই কচি শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারাই একসময় গোয়াইনঘাটের নাম দেশ ও বিদেশে ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ।সু-শিক্ষায় আদর্শবান ব্যক্তিত্ব গড়ে ওঠার আহ্বান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর