December 23, 2024, 2:59 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মেনন

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মেনন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের দোসরদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধের ওপর আঘাত হেনেছে। গতকাল শনিবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। রাশেদ খান মেনন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ অটুট রাখার স্বার্থে দেশবাসীকে স্বাধীনতার স্বপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। জামায়াতকে বাংলার মাটি থেকে নির্মূল না করলে লাখো শহীদের আত্মা শান্তি পাবে না। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল হকের সভাপতিত্বে সমাবেশে পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াছিন আলী এমপি, পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ও আমিনুল ইসলাম গোলাপ, যুব মৈত্রীর মোসাদ্দেকুল ইসলাম মুকুল, ছাত্র মৈত্রীর মোজাহিদ সরকার এবং নারী নেত্রী শামিমা আখতার শিখা প্রমুখ বক্তব্য রাখেন। রাশেদ খান মেনন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ রক্ষায় জামায়াত-বিএনপির কালো থাবা থেকে জাতিকে রক্ষা করতে হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তির ঐক্য প্রয়োজন। সব ভেদাভেদ ভুলে শক্তি বৃদ্ধির মাধ্যমে সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, মৌলবাদ ও স্বাধীনতা বিরোধী অশুভ চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, লাখো শহীদের রক্তঋণ শোধ করতে হলে সাম্প্রদায়িক অশুভ চক্রের বিষ দাঁত ভাঙ্গতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। তার হাতকে শক্তিশালী করতে আবারও এই সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর