ইয়েমেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে হামলায় নিহত ৪০
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনা সদস্যদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার দুই স্থানে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ওই হামলায় আরও ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। এক আত্মঘাতী স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গিয়ে তাদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। সে সময় নিরাপত্তা সদস্যরা ডিউটিতে যোগ দিতে উপস্থিত হচ্ছিলেন। অপরদিকে পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা’আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়। হুথি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টিভি চ্যানেলের এক খবরে বলা হয়েছে, তাদের সদস্যরা সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।