March 21, 2025, 6:24 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

রাজনৈতিক শত্রুতার জের মোরেলগঞ্জে ৬ বসতবাড়িতে সিরিজ হামলা নিহত-১, আহত-১২, আটক-২

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ

মোরেলগঞ্জ পল্লীতে গভীররাতে ৬ টি বসতবাড়িতে সিরিজ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলায় আ. সালাম সরদার(৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ৫ নারীসহ আহত হয়েছেন আরও ১২ জন। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম সরদারের স্ত্রী ও ৩টি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৯টার দিকে আ.সালাম সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, গড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার(২৪), তার স্ত্রী জান্নাতি বেগম(১৯), বাবা ইসমাইল সরদার(৫০), রাকিব সরদার(১৪), মোজাম সরদার(৫০), লোকমান সরদার(৪০) ও মঞ্জু বেগম(৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে রাকিব সরদার ও মোজাম সরদারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত রিনা বেগম ও রেকসনা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আ. সালাম সরদারের স্ত্রী রেকসনা বেগম দাবি করেছেন, রাজনৈতিক শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা ও হত্যাকান্ড ঘটানো হয়েছে । তিনি আরও বলেন, ২০০১সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জামায়াত বিএনপির কর্মীদের হাতে আওয়ামী লীগ কর্মী এনায়েত শিকদার নিহত হন। ওই মামলার আসামিরা এ হামলা চালিয়েছে। গুরুতর আহত লোকমান সরদারের স্ত্রী রীনা বেগম বলেন, গভীর রাতে সিঁধ কেটে ১০/১২জন লোক ঘরে ঢুকে লোকমানকে মারপিট শুরু করে। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোটভাই আ. সালাম সরদার ছুটে গেলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে খালে ফেলে দেয়। গুরুতর আহত রাকিব সরদারের বাবা ছলেমান সরদার বলেন, গভীর রাতে একই সময়ে আমাদের বংশের ৬টি বাড়িতে হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। হামলাকারীরা ৪টি মিনি গ্যাস সিলিন্ডার, বেশকিছু লাঠি ও ধারালো অস্ত্র এসব বাড়িতে ফেলে রেখে গেছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি আজিজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার কারণে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। এঘটনার সাথে জড়িত সন্দেহে মন্টু মোল্লা ও জাফর শেখ নামে দু’জনকে আটক করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০১ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর