২৯৫ রানে আউট নাসির
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ার সেরা ব্যাটিং করেও নাসির হোসেনের ইনিংসটা শেষ হলো হতাশায়। মাত্র ৫ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি পাওয়া হল না রংপুরের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
ট্রিপল সেঞ্চুরিয়ানের অভিজাত ক্লাবে এখনও সঙ্গীহীন রকিবুল হাসান। সেই ২০০৬-০৭ মৌসুমে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৩১৩ রান।
গত বছর ডিসেম্বরে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পান নাসির। সেবার থামেন ২০১ রানে। এবার বরিশালের বিপক্ষে ফিরলেন ২৯৫ রান করে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিন ক্রিজে আসেন নাসির। দিন শেষ করেন ১০১ রানে অপরাজিত থেকে। তৃতীয় দিন জাগান ট্রিপল সেঞ্চুরির আশা, দিন শেষে অপরাজিত থাকেন ২৭০ রানে।
নাসির শনিবারের সকাল থেকে ছিলেন সতর্ক। বাজে বলে তুলে নেন বাউন্ডারি। সালমান হোসেনের এক ওভারে হাঁকান দুটি চার, কামরুল ইসলাম রাব্বিকে একটি। এর বাইরে রান নেন এক-দুই করে।
অভিষিক্ত লিঙ্কন দে থামান নাসিরকে। ট্রিপল সেঞ্চুরি থেকে এক শট দূরে থাকা ডানহাতি ব্যাটসম্যান ফিরেন ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে। ৬০৩ মিনিট স্থায়ী নাসিরের ৫১০ বলে খেলা ২৯৫ রানের ইনিংসে ৩২টি চার ও তিনটি ছক্কা।
নাসিরের আউট হতেই ৭ উইকেটে ৬১৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে রংপুর।