September 8, 2024, 8:46 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত ১০ দিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্তদের রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সবার রংপুরের অঞ্চলের বাসিন্দা। জানা যায়, হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরের গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরের নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫)। এ ছাড়া লালমনিরহাটের দুইজন রোগী আছেন বলেও জানা যায়। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। যারা ভর্তি কোচিং করতে ঢাকা গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে তারা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বলেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন অনেকটাই শঙ্কামুক্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর