July 27, 2024, 2:48 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

রংপুর মেডিকেলে ৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রংপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত ১০ দিনে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্তদের রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজন রংপুরে আক্রান্ত হলেও বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা সবার রংপুরের অঞ্চলের বাসিন্দা। জানা যায়, হাসপাতালের ১, ৩, ৫ ও ২৯ নম্বর ওয়ার্ডে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকার আবিদ আহসান (২০), পীরগাছার দেউতি এলাকার পুনয় সরকার (১৮), মিঠাপুকুরের হরিকেশ গ্রামের অনিক ইসলাম (২৪), রংপুর নগরের গণেশপুর এলাকার স্বাগত রায় (২০), ঠাকুরগাঁও সদরের নাইমুল ইসলাম (২০), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের হাসান (২৪), মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোলাম মোস্তফা (২৪), নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীর হাট গ্রামের আজানুর রহমান (২২), রংপুর নগরের নুরপুর এলাকার ফজলুল হক (২০) এবং মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাশিরাম গ্রামের পরিতোষ সরকারের (২৫)। এ ছাড়া লালমনিরহাটের দুইজন রোগী আছেন বলেও জানা যায়। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। যারা ভর্তি কোচিং করতে ঢাকা গিয়েছিলেন। ঢাকায় অবস্থানকালে তারা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবন্দ্র নাথ সরকার বলেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ঢাকায় আক্রান্ত হয়েছেন। বিশেষ ব্যবস্থায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা এখন অনেকটাই শঙ্কামুক্ত।

Share Button

     এ জাতীয় আরো খবর