October 18, 2024, 10:42 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে দাফন শেষে ফিরে আসার সময় একদল গ্রামবাসীর ওপর সন্দেহভাজন জঙ্গিদের হামলার অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।

গত রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী এ হামলার খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএ) দলছুট একটি অংশ ওই এলাকায় প্রায়ই হামলা চালিয়ে থাকে।

গত শনিবার বোর্নোর রাজধানী মাইদুগুরির নিকটবর্তী একটি গ্রামে হামলার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

দাফন শেষে ফিরে আসার সময় হামলাকারীরা ২১ জনকে হত্যা করে, এরপর স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টাকালে আরও ৪৪ জন নিহত হন; স্থানীয় সরকারের চেয়ারম্যান মোহাম্মদ বুলামার উদ্ধৃতি দিয়ে তিনি এমনটি বলেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

হামলাকারী বন্দুকধারীরা মোটরসাইকেল ও ভ্যানে করে গ্রামটিতে উপস্থিত হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে ওই গ্রামটির বাসিন্দারা বোকো হারামের ১১ জঙ্গিকে হত্যা করেছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে ধারণা চেয়ারম্যান বুলামার।

গত রোববার নাইজেরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। হামলাটি যারা করেছে তাদের ধরার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বোর্নো রাজ্য বোকো হারাম ও আইএসডব্লিউএ-র বিদ্রোহী তৎপরতার উপকেন্দ্র। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে গত এক দশক ধরে চলা হানাহানিতে জঙ্গিরা হাজার হাজার লোককে হত্যা করেছে। জঙ্গিদের অব্যাহত হামলার মুখে ওই অঞ্চলের লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু শিবিরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর