সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
গত শুক্রবার বাদ জুম্মা বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর পূর্ব পাড়া মরহুম তছলিম উদ্দীন খান সাহেব হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অত্র মাদ্রাসার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান তুহিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩ নং ওর্য়াড কমিশনার তরুন কুমার চক্রবর্তী,জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মাশরাফী হিরো,আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খলিলুর রহমান,জেলা পিক আপ মালিক সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বুলবুল,জেলা শ্রমিকলীগ উত্তর শাখার সভাপতি জালাল শেখ,জেলা অটোমোবাইলস ওর্য়াকসপ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম,পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশদ আলম,সাধারন সম্পাদক এরশাদ শেখ,সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, বগুড়া পথ পাবলিক স্কুলের চেয়ারম্যান আনিসুজ্জামান, থানার এস আই রেজাউল করিম, শ্রমিকলীগ নেতা জুলফিকার রহমান জিলু, খলিলুর রহমান খলিল, রানা সরকার, জেলা কৃষকলীগ নেতা মামুনুর রশিদ রিপন,জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা,সাব্বির আহম্মেদ স্মরন,গোকুল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক এম আর বিপ্লব,গোকুল ইউপি সদস্য জাকির হোসেন,নিশিন্দারা ইউপি সদস্য জুলফিকার সরকার,মহাস্থান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সুমন,বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ দুলাল,উজ্জল হোসেন,মাওঃ আবু বক্কর সিদ্দিক,প্রভাষক শহিদুল আলম আসলাম,হাফেজ রবিউল ইসলাম,মাওঃ ইসমাঈল হোসেন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন,সকল মুসলমানদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। তিনি অত্র মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডি এর হাফেজ শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং এরকম শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের সকল বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। এবং তাহার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওঃ মোঃ মামুনুর রশিদ।
শফি চেয়ারম্যান নির্বাচিত বগুড়ার শিবগঞ্জের রায়রগর ইউনিয়ন পরিষদের
উপ নির্বাচনে নজির বিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট শেষ হলো
সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নজির বিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হলো। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে ছিল কঠোর নিরাপত্তা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর,নির্বাহী ম্যাজিষ্টেট,উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান সহ থানার সঙ্গীয় ফোর্স, গনমাধ্যম কর্মী,প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষন করেন। এছাড়াও র্যাব,ডিবি,বিজিপি সহ আনছার সদস্যরা ছিল তৎপর। এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম শফি টেবিল ফ্যান প্রতীকে ৫ হাজার ৭শত ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সালাহ উদ্দিন মিল্লাত আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৩শত ১৬ ভোট ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৪ হাজার ১ শত ৯২ ভোট। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান এর সাথে কথা বললে তিনি বেসরকারি ভাবে শফি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা জানিয়েছেন। এদিকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি উপজেলা প্রশাসন, সাংবাদিক ও ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল