জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কিনতে নতুন নির্দেশনা এসেছে। এবার জনপ্রতি ১ মেট্রিকটন (২৫ মণ) ধান কেনা হবে। ২৬ জুলাই শুক্রবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।গত ২৫ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর ধান-চাল সংগ্রহ কমিটির সিদ্ধান্তক্রমে এ নির্দেশনা আসে।জানাগেছে, জগন্নাথপুরে এবার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কিনতে বারবার সিদ্ধান্তের পরিবর্তন হলেও মিল ব্যবসায়ীদের কাছ থেকে চাল কিনতে কোন পরিবর্তন হয়নি। গত মে মাস থেকে ধান-চাল কেনা শুরু হয়। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। এর মধ্যে প্রথমে কৃষকদের কাছ থেকে জন প্রতি ১০ মণ করে ধান কেনা হয়। পরে এ সিদ্ধান্তের পরিবর্তন হয়ে জনপ্রতি ৩ মেট্রিকটন (৭৫ মণ) ধান কেনা হয়। এখন আবার নতুন করে পরিবর্তন করে জনপ্রতি ১ মেট্রিকটন (২৫ মণ) ধান কেনা হচ্ছে। তবে চাল কিনতে কোন প্রকার পরিবর্তন হয়নি।এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী বলেন, প্রথমে ১০ মণ করে ধান নেয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ কম ছিল। পরে ৩ টন করে নেয়ায় ধান বিক্রি করতে কৃষকরা হুমড়ি খেয়ে পড়েছেন। তাদেরকে সামাল দেয়া যাচ্ছে না। এতে কিছু কৃষকের কাছ থেকে ধান কেনা হলেও অধিকাংশ কৃষক বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। আমরা চাই কমবেশি সকল কৃষকের কাছ থেকে ধান কিনতে। যে কারণে এখন থেকে ১ জনের কাছ থেকে ১ টন করে ধান কেনা হবে। এতে অধিকাংশ কৃষকরা উপকৃত হবেন।
জগন্নাথপুরে হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী আবদুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের আবদুল জব্বারের ছেলে।
থানা সূত্র জানায়, ২৫ জুলাই বৃহস্পতিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ হারুন রশিদ সহ পুলিশ দল অভিযান চালিয়ে দায়রা-৪৬/৯৪, জিআর-২৮/৯২ (জগঃ) জগন্নাথপুর থানা মামলা নং-০৪(০৩)৯২ ধারা-৩০২ পেনাল কোড এর যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল কাদিরকে গ্রেফতার করেন।
জগন্নাথপুরে উপ-নির্বাচনে রাহেল মিয়া নির্বাচিত
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।গত ২৫ জুলাই বৃহস্পতিবার আশারকান্দি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাহেল মিয়া, আলা উদ্দিন, সেবুল চৌধুরী ও আজির উদ্দিন সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে রাহেল মিয়া (মোরগ) প্রতীকে ৪৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আলা উদ্দিন (ফুটবল) প্রতীকে ৪৭৮ ভোট পান।জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও আশারকান্দি ইউপি সচিব তোফাজ্জল হোসেন বলেন, ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য জাবেদ চৌধুরী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করায় উপ-নির্বাচন হয়েছে। এতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের নতুন প্রতিনিধি নির্বাচিত করেছেন।
জগন্নাথপুরে পৌর যুবলীগ নেতার উদ্যোগে ত্রাণ বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা ও তরুণ সমাজকর্মী সৈয়দ জিতু মিয়ার ব্যক্তি উদ্যোগে বন্যায় কবলিত পানিবন্দি দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বুধবার পৌর এলাকার হাবিবনগর গ্রামের পানিবন্দি দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি ও চিনি বিতরণ করেন সৈয়দ জিতু মিয়া। এদিকে-সৈয়দ জিতু মিয়ার এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল এবং তাঁর মতো সকলকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল