March 21, 2025, 6:51 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

বন্যা দুর্গত এলাকায় তৈরি হবে মুজিব কেল্লা: ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যা দুর্গত এলাকায় তৈরি হবে মুজিব কেল্লা: ত্রাণ প্রতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যা দুর্গত এলাকার প্রত্যেক ইউনিয়নে একটি করে মুজিব কেল্লা নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি বলেন, মূল ভূমি থেকে নিরাপদ উচ্চতা সম্পন্ন এসব মুজিব কেল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়াও বিস্তৃর্ণ মাঠ থাকবে যেন সেখানে গবাদি পশু-পাখিও আশ্রয় নিতে পারে। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৫ একর জায়গা নিয়ে এক একটি মুজিব কেল্লা তৈরি করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, মুজিব কেল্লায় মানুষের আশ্রয়ের জায়গার পাশাপাশি গবাদি পশুর জন্য তৃণ ভূমির ব্যবস্থাও থাকবে। সেখানে ঘাস চাষ করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে রয়েছে। বন্যা দুর্গতদের কষ্ট লাঘবে করণীয় সকল কাজ সরকার করবে। আমরা ইতোমধ্যে ত্রাণ তৎপরতা বাড়িয়েছি। প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ বাড়ানো হবে। বানভাসি জনপদের মানুষদের স্থায়ী পুনর্বাসনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা নদী খনন করে বন্যাকবলিত এলাকার এমন সংস্কার করবো যাতে বন্যার পানি আর লোকালয়ে প্রবেশ না করে। এজন্য সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় অংশ নেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর