ফুটবলপ্রেমীদের জন্যও ভালো নেইমারের এই ফর্ম
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রেনের বিপক্ষে নেইমারের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ পিএসজির কোচ উনাই এমেরি। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন ফর্ম দলের জন্য তো বটেই, ফুটবলপ্রেমীদের জন্যও ভালো।
লিগ ওয়ানে শনিবার রাতে স্বাগতিক রেনকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে পিএসজির সবকটিই গোলেই জড়িয়ে আছে নেইমারের নাম। নিজে করেন জোড়া গোল আর কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানিকে দিয়ে করান একটি করে।
এই নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ গোল করেছেন অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে আসা নেইমার। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি।
ম্যাচ শেষে নেইমার ও আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেন এমেরি।
“নেইমার মাঠে এভাবে সমাধান দিলে অবশ্যই তা দলের জন্য এবং যারা ফুটবল ভালোবাসে তাদের সবার জন্য ভালো। আজ সন্ধ্যায় সে তার মেধার পুরোটাই দেখিয়েছে।”
“আমাদের তিন ফরোয়ার্ডের সবাই গোল করেছে, করিয়েছেও। ফলে এটা দারুণ এক ইতিবাচক ম্যাচ হয়েছে। আমরা একটা গোল খেয়েছিও। আমাদের চেষ্টা করতে হবে এবং এটা ঠিক করতে হবে।”
এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট পাওয়া পিএসজির শীর্ষস্থান আরও সংহত হয়েছে। এমেরির দলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো।