January 12, 2025, 12:47 am

বাবার মৃত্যুর কারণে গ্র্যান্ডহোমের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না

বাবার মৃত্যুর কারণে গ্র্যান্ডহোমের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাবার আকস্মিক মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছেনা নিউজিল্যান্ডের অল-রাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। নিউজিল্যান্ড ক্রিকেট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ে জন্মগ্রহণকারী ডি গ্র্যান্ডহোম তার পরিবারের সাথে ইতোমধ্যেই হারারেতে রওয়ানা হয়েছে। তার স্থানে ওয়ানডে সিরিজে ব্ল্যাক ক্যাপস দলে অন্তর্ভূক্ত হয়েছেন ডগ ব্রেসওয়েল। এ সম্পর্কে নির্বাচক গেভিন লারসেন বলেছেন, এটা অবশ্যই কলিন ও তার পরিবারের জন্য অত্যন্ত দু:সংবাদ। এই মুহূর্তে আমরা সবাই তাদের নিয়ে চিন্তিত। পরিবারের সাথে থাকটাই এখন কলিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে গ্র্যান্ডহোমের ফেরা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ৩১ বছর বয়সী গ্র্যান্ডহোম ২০০৬ সালে নিউজিল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন। ২০১২ সালে ওয়ানডে অভিষেক হবার পরে গত বছর টেস্ট দলে ডাক পান। তার বাবা লরেন্সও জিম্বাবুয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

আগামী বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এরপরপরই রয়েছে তিন ম্যাচের টি২০ সিরিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে অংশ নিবে ব্ল্যাক ক্যাপসরা।বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর