সর্বদলীয় সভাপতিদের বৈঠকে যাচ্ছেন না মমতা
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় সভাপতিদের বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। গতকাল বুধবার নয়াদিল্লিতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ‘এক দেশ এক নির্বাচন’ বা সারাদেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন করার বিষয়ে আলোচনার জন্যই বৈঠকটি ডেকেছেন নরেন্দ্র মোদি। আলোচনায় যোগ দিতে এরইমধ্যে সব দলের সভাপতিদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তবে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্হাদ জোশিকে চিঠি দিয়ে সর্বদলীয় বৈঠকে নিজের না থাকার বিষয়টি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। এত কম সময়ে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা সম্ভব না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। মমতা ছাড়াও বেশ কয়েকটি বিরোধী দলের প্রধানরা নরেন্দ্র মোদির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।