সিরিয়া থেকে সেনা সরাচ্ছে রাশিয়া
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সের্গেই সোইগু জানিয়েছেন, সিরিয়া থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের নির্দেশেই এমনটা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছিলো রাশিয়া। গত সোমবার সিরিয়ায় অনির্ধারিত সফরে আংশিকভাবে সেনাদের সরিয়ে নেওয়ার কথা জানান পুতিন। গত বছরও এমন ঘোষণা দিয়েছিলেন পুতিন। তবে সামরিক অভিযান অব্যহত ছিলো। সেনাদের কবে সরিয়ে নেওয়া হবে এমন প্রশ্নে তিনি জানান সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। গত সোমবার লাতাকিয়া বিমানঘাঁটির কাছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি যেন রুশ সেনাদের সরিয়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে অনেক সেনা যেন দেশে ফিরে আসে।’ ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন কয়েক লাখ মানুষ। ৃসিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিপরীতে রাশিয়া ও ইরান বাশারকে সমর্থন জানায়।