ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দলের টানা ব্যর্থতার দায়ে কোচ পিটার বসকে বহিষ্কার করেছে বরুসিয়া ডর্টমুন্ড।
তার জায়গায় কোলনের সাবেক কোচ পিটার স্টুগারকে নিয়োগ দিয়েছে জার্মান ক্লাবটি।
মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন গত সপ্তাহে কোলনের চাকরি হারানো অস্ট্রিয়ান এই কোচ।
গত মৌসুমে স্বদেশের ক্লাব আয়াক্সকে ইউরোপা লিগের ফাইনালে তোলা নেদারল্যান্ডসের কোচ বস জুনে বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নেন। কিন্তু ঘরোয়া ফুটবলের পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতাতেও দল একের পর এক খারাপ করায় চাকরি হারাতে হলো তাকে।
শনিবার বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারা বরুসিয়া ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।
আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে ইউরোপা লিগে নেমে গেছে বরুসিয়া ডর্টমুন্ড।