January 11, 2025, 8:54 pm

সংবাদ শিরোনাম

রাভালের পর ডি গ্র্যান্ডহোমের লড়াই

রাভালের পর ডি গ্র্যান্ডহোমের লড়াই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শুরুতে দারুণ ব্যাট করলেন জিত রাভাল। সাতে নেমে ওয়ানডে ঘরানায় ফিফটি করলেন কলিন ডি গ্র্যান্ডহোম। মাঝের সময়টায় দারুণ লড়াই করল ক্যারিবিয়ান বোলাররা। প্রথম দিনে তাই নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রায় সমানে সমান।

হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২৮৬ রান করেছে নিউ জিল্যান্ড।

টস জিতে বোলিং নিয়ে প্রথম দিনে ৭ উইকেট নেওয়া খুব খারাপ নয়। বিশেষ করে, নিষেধাজ্ঞার খাড়ায় যখন খেলতে পারছেন না অধিনায়ক জেসন হোল্ডার। তবে নিউ জিল্যান্ডের তিনশ ছুঁইছুঁই স্কোরও নয় ফেলনা।

দিনের শুরুটা যেমন ছিল, তাতে শেষের স্কোরে হাসিটা বেশি চওড়া হওয়ার কথা ক্যারিবিয়ানদের। কিউইদের শুরু ছিল দারুণ।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডকে ভালো শুরু এনে দেন টম ল্যাথাম ও জিত রাভাল। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ৬৫ রান। ২২ রানে আউট হওয়া ল্যাথামের উইকেট ছিল প্রথম সেশনে ক্যারিবিয়ানদের একমাত্র প্রাপ্তি।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়েন রাভাল। ১ উইকেট হারিয়েই নিউ জিল্যান্ড পেরিয়ে যায় দেড়শ। ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরা এরপরই।

৪৩ রানে উইলিয়ামসনকে ফিরিয়ে ৮৯ রানের জুটি ভাঙেন মিগুয়েল কামিন্স। ততক্ষণে ছন্দ ফিরে পান রোচ-গ্যাব্রিয়েলরা। ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বোলারদের ব্যবহার করেন দারুণভাবে।

শুরুতে খরুচে থাকা গ্যাব্রিয়েল দারুণ এক ডেলিভারিতে ৮৪ রানে ফেরান রাভালকে। টেইলর-নিকোলসরা পারেননি লম্বা সময় টিকতে। ১ উইকেটে ১৫৪ থেকে নিউ জিল্যান্ডের রান হয়ে যায় ৫ উইকেটে ১৯৮।

সেখান থেকে নিউ জিল্যান্ডকে উদ্ধার করলেন আগের টেস্টের সেঞ্চুরিয়ান কলিন ডি গ্র্যান্ডহোম। পাল্টা আক্রমণে সরিয়ে দেন চাপ। মিচেল স্যান্টনারের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৭৬ রানের জুটি।

দ্বিতীয় নতুন বল স্যান্টনারকে বোল্ড করে এই জুটি ভাঙেন গ্যাব্রিয়েল। এই ফাস্ট বোলার দিনের শেষভাগে ফিরিয়ে দেন ডি গ্র্যান্ডহোমকেও। ৫ চার ও ৪ ছক্কায় এই অলরাউন্ডার করেন ৫৮ রান।

দিনের প্রথমভাগ তাই নিউ জিল্যান্ডের, দ্বিতীয় ভাগ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের।

বল এখনও বেশ নতুন। দ্বিতীয় দিনে সেটিকে কাজে লাগাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। সামনে মূল বাধা আগের টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করা টম ব্লান্ডেল।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৮৬/৭ (রাভাল ৮৪, ল্যাথাম ২৩, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮, ব্লান্ডেল ১২*, ওয়েগনার ১*; গ্যাব্রিয়েল ৩/৮৩, রোচ ১/৪৫, কামিন্স ২/৩৩, চেইস ০/৭৮, রেইফার ১/৩৬, ব্র্যাথওয়েট ০/১১)

Share Button

     এ জাতীয় আরো খবর