December 30, 2024, 10:52 pm

সংবাদ শিরোনাম
হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে ইসলামপুরে সাবেক পৌর মেয়র আঃ কাদের শেখ আটক গাইবান্ধায় ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মহিলা মাদক কারবারি আটক। মধুপুরে ৩দিন ব্যাপি পিঠা উৎসব অনুষ্ঠিত ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই উলিপুরে যুবদল নেতার মৃত্যু নিয়ে দোকানপাট ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ যশোরের পল্লীতে আদালতের ভুয়া ডিক্রি ও জাল দলিল বুনিয়াদে ভূমিদস্যুদের জমি জবর দখলের চেষ্টা উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে কলেজ ছাত্র নিহত খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত গৌরনদীতে দুইটি পরিবহন ও লরির ত্রিমূখী সংঘর্ষ

মৌলভীবাজারে মামলা তুলে নিতে মেয়ের বাবাকে ধর্ষকের হুমকি

মৌলভীবাজারে মামলা তুলে নিতে মেয়ের বাবাকে ধর্ষকের হুমকি
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বাক-প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের ঘটনা মেডিকেল রিপোর্টে প্রাথমিকভাবে প্রমাণিত হলেও ঘটনার ৮৭ দিন অতিবাহিত হওয়ার পরও অদ্যবধি পর্যন্ত ধর্ষক নুরুজ্জামান খানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধর্ষক নুরুজ্জামান খান

ধর্ষক প্রকাশ্যে মামলা তুলে নিতে মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে। একটি সূত্র জানায়, ধর্ষক দেশ ত্যাগ করে বাহিরে যাওয়ার পরিকল্পনা করছে। এর প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে এবং ধর্ষককে গ্রেফতারের দাবিতে মেয়ের বাবা গত মঙ্গলবার বিকালে মৌলভীবাজার মডেল থানান লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়, গত ১ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে বাদীর শারীরিক, মানুষিক ও বাক-প্রতিবন্ধি মেয়ে বসতবাড়ির পূর্ব পাশের ঘরের ফ্রিজ হইতে মাছ আনতে গেলে এই সুযোগে প্রতিবেশি সদর উপজেলার ঘোড়াখাল গ্রামের মৃত সাজিদুর রহমান খানের ছেলে নুরুজ্জামান খান ঘরে প্রবেশ করে মেয়েকে একা পেয়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে গত ৪ জুলাই ধর্ষক নুরুজ্জামান খানকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৬/২০০)। পরবর্তীতে গত ৬ আগষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট দেয়া হলে এর আলোকে মামলার চার্জশীট প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর