ডিটেকটিভ নিউজ ডেস্ক
হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কাজে লাগিয়ে এবার কথা বলার পাশাপাশি মশাও তাড়ানো যাবে। শুনতে অবাক লাগলেও আলট্রাসনিক শব্দের মাধ্যমে মশা তাড়াতে সক্ষম নতুন স্মার্টফোন বাজারে এনেছে এলজি।
অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলা ‘কে ৭ আই’ মডেলের পাঁচ ইঞ্চি এইচডি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, সামনে-পেছনে পাঁচ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা। কিনতে গুনতে হবে ১২১ ডলার।