December 23, 2024, 10:01 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

প্রতিশ্রুতিপূরণে অঙ্গিকারবদ্ধ -মাহমুদ উস সামাদ

প্রতিশ্রুতিপূরণে অঙ্গিকারবদ্ধ -মাহমুদ  উস সামাদ
এ এস আজাদঃ-সিলেট অফিসঃ

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ‘আমার নির্বাচিত এলাকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে অঙ্গিকারবদ্ধ। প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত ৯ বছরে দক্ষিণ সুরমায় সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ইন শা আল্লাহ বর্তমান সরকারের আমলে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। জনগণের সুখে-দুঃখে শেখ হাসিনা সরকার সবসময় পাশে রয়েছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে।’

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে ৫৫ লাখ টাকা ব্যয়ে লতিপুর-বেটুয়ারমুখ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে ও কয়েস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস ছালাম মর্তু, আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আব্দুল জব্বার, মকন মিয়া, সোনা মিয়া, আব্দুস ছবুর, আব্দুস সালাম প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর