December 23, 2024, 8:56 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত ১০

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত ১০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি


গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার মধ্যে রাতে  দলীয় কোন্দলে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে  পুলিশ সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের কথা স্বীকার করেছে।

জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটিতে  ইউনিয়ন ছাত্রদল নেতা হামিদুলকে আহ্বায়ক করায় ত্যাগী নেতাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হামিদুল স্থানীয় সংসদ সদস্যর আশীর্বাদপুষ্ট। অপরদিকে ত্যাগী নেতারা পৌর মেয়র ও আওয়ামীলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের পক্ষের । এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মিদের মাঝে গত রাতে সংঘর্ষ বাধে । সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের ১০ নেতা-কর্মি আহত হয়। আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলো ছাত্রলীগ নেতা মিজানুর, পীরজাদা কাইয়ুম, সোহেল, আব্দুল লতিফ ,আওয়ামীলীগ নেতা ও গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জগলুল রশীদ রিপন, সাবেক পৌর কাউন্সিলর মাজেদুল ইসলাম পুলিশ কনস্টেবল দেলোয়ার । এদিকে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর