September 21, 2024, 3:35 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: খালেদা জিয়া

আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: খালেদা জিয়া

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে মারা যান আনিসুল হক। তার আনিসুল হকের মৃত্যুতে দেশবাসীর মধ্যে শূন্যতা সৃষ্টি হয়েছে বলে গতকাল শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, না ফেরার দেশে চলে গেলেও সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। একজন সজ্জন মানুষ হিসেবে আনিসুল হকের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য জীবনকর্মের কথা স্মরণ করেন। বিএনপি চেয়ারপারসন বলেন, সফল উদ্যোক্তা আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত। তিনি তার অর্পিত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন কর্মনিষ্ঠ ও বিনয়ী মানুষ হিসাবে তিনি সর্বমহলে সমাদৃত। সমাজ সেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে যুক্ত রেখেছিলেন। জীবদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের কাছে নিজেকে ঘনিষ্ঠ করে তুলেছিলেন আনিসুল হক। তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এফবিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করা আনিসুল হক তার আগে বিজিএমইএর সভাপতিও ছিলেন। সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মেয়র আনিসুল হকের ছোট ভাই।

Share Button

     এ জাতীয় আরো খবর