ডিটেকটিভ নিউজ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার সোনালী ব্যাংক লিমিটেড শাখা থেকে আড়াই কোটী টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যাংকের পাচঁ কর্মকর্তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়ের তরেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার ভাটিয়াপাড়া বাজার সোনালী ব্যাংক লিমিটেড শাখা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে-বেনামে, ভূয়া কাগজপত্র তৈয়ারী করে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময়ে ওই শাখায় কর্মরত পাচঁ কর্মকর্তা ঋণ প্রদানের নামে ২,৫৫,০৭৫৬৪ টাকা আত্মসাৎ করেছেন বলে দীর্ঘদিন যাবত গুনঞ্জন শোনা যাচ্ছিলো। বিষয়টি ব্যাংকের উদ্ধোর্তন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সোনালী ব্যাংক লিমিটেডের উর্দ্ধোতন কর্মকর্তা মোঃ ছরোয়ার হোসেন, এ এইচ এম শফিকুর রহমান, আবুল কালাম শিকদারের সম্বনয়ে একটি তদন্ত কমিটি ( অডিট কমিটি) গঠন করেন। অডিট কমিটি ২৮.০৮.২০১৭ তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড রিজিওনাল অফিস গোপালগঞ্জ মোঃ বাবুল হালদারের দপ্তরে অডিট রিপোর্ট জমা দেন।
ওই অডিট শেষে তদন্ত কমিটি কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার সোনালী ব্যাংক লিমিটেড শাখায় বিভিন্ন সময়ে কর্মরত থাকা অবস্থায় নামে-বেনামে, স্বাক্ষর জাল করে, ভূয়া কাগজপত্র তৈয়ারী একই নামে একাধিক ঋণের কাগজ তৈয়ারী করে ১৩০২ জনের নামে ঋণ জালিয়াতি করে টাকা আত্মসাতের প্রমাণ পায়।
রির্পোট অনুসরে, ওই শাখার প্রিন্সিপাল কর্মকর্তা ও ম্যানেজার মোসলেম মোল্লা বাদী হয়ে সাবেক ব্যাংক ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা (অব:) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হিরোন্যকান্দি গ্রামের মৃত: আবদুল আজিজ সেকের ছেলে মোঃ ফেরদৌস আলম, ম্যানেজার ও সিনিয়র কর্মকর্তা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুলধর গ্রামের মৃত: শফিউদ্দিনের ছেলে এস এম জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত: আবদুল কাদের সরদারের ছেলে কর্মকর্তা ও ম্যানেজার মোঃ জাহাঙ্গীর সরদার, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের মৃত: সুধীর কুমার মৈত্রের ছেলে ম্যানেজার ও সিনিয়র কর্মকর্তা সন্তোস কুমার মৈত্র এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মৃত: তাহাজ্জেদ হোসেনের ছেলে কর্মকর্তা মোঃ আকতার হোসেনের বিরুদ্ধে দুই কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার পাচঁশত চৌষাট্টি (২,৫৫,০৭৫৬৪) টাকা আত্মসাতের অভিযোগে কাশিয়ানী থানায় ২৯ নভেম্বর তারিখে-৪২০/৪০৯ ধারা পেনালকোড-১৮৬০ অনুজায়ী মামলা দায়ের করছেন। মামলা নং-২৭।