October 7, 2024, 6:28 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

নিউমোনিয়ায় আক্রান্ত দিলীপ কুমার

নিউমোনিয়ায় আক্রান্ত দিলীপ কুমার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আবার অসুস্থ হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এই বর্ষীয়ান অভিনেতা। তবে চিকিৎসক তাঁকে বাসায় বিশ্রাম নিতে বলেছেন।

চিকিৎসকের মতে, হালকা ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন দিলীপ কুমার। তাই তাঁকে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকেও তা-ই বলা হয়েছে।

চিকিৎসকের কথা অনুযায়ী, দিলীপ কুমার এখন বিপদের বাইরে। দিলীপ কুমারের পক্ষ থেকে তাঁর টুইটারে মাউথশাট ডটকম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ফয়জল ফারুকি লিখেছেন, ‘ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে, সাবের (দিলীপ কুমার) হালকা নিউমোনিয়া হয়েছে।

তাঁকে বাসায় থেকে আরাম করার পরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহ অসীম করুণাময় যে ওনার বাকি সবকিছু স্বাভাবিক। সাব এখন অনেকটাই সুস্থ। অনুগ্রহ করে আপনারা তাঁর জন্য প্রার্থনা এবং দোয়া করুন।’

দিলীপ কুমারের শারীরিক অবস্থার কথা জানতে তাঁর বাসায় ফোন করা হয়। দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বাসির  জানান, এখন দিলীপ কুমার অনেকটাই সুস্থ। হালকা ধরনের নিউমোনিয়া হয়েছিল। বাসায়ই তাঁর চিকিৎসা হচ্ছে।

তবে আগস্ট মাসে হাসপাতাল থেকে ফেরার পর থেকে মাঝেমধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর স্ত্রী সায়রা বানু সব সময় দিলীপ কুমারের পাশে আছেন। তবে শারীরিক, মানসিক, আর্থিকÑসবদিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন সায়রা।

এ বছর আগস্ট মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। তাঁকে ঘিরে রীতিমতো উদ্বিগ্ন ছিল বলিউড এবং তাঁর অসংখ্য গুণগ্রাহী। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান প্রবাদপ্রতিম এই অভিনেতা।

বলিউডের জনপ্রিয় দম্পতি দিলীপ কুমার ও সায়রা বানু গত ১১ অক্টোবর তাঁদের বিবাহিত জীবনের ৫১ বছর পূর্ণ করেছেন। তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী উদ্যাপন করেন মুম্বাইয়ে ৪৮ পালি হিলের বাংলোতে।

তবে দিলীপ কুমার এবং সায়রাকে পালি হিলের এই বাসা ফিরে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। বাসাটি আগে পরাজিতা ডেভেলপারসের দখলে ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর