লালপুরে অস্ত্রসহ বিক্রেতা আটক
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের লালপুর উপজেলায় ৩টি পিস্তল ও একটি ম্যাগজিনসহ জিয়ারুল (২৫) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
এর আগে রোববার (২৬ নভেম্বর) দিনগত রাতে লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জিয়ারুল ওই গ্রামের জান বক্সের ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে রাতে নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে জিয়ারুলকে আটক করা হয়। এসময় জিয়ারুল তার সঙ্গে জড়িত একই গ্রামের টুনি বেগম ও বুলবুলি বেগমের নাম বলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী টুনির বাড়িতে অভিযান চালানো হয়। তবে টের পেয়ে টুনি ও তার সঙ্গে থাকা বুলবুলি আগেই পালিয়ে যান। পরে টুনির শোবার ঘর থেকে তিনটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। টুনি ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং বুলবুলি সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের করিমের স্ত্রী।
তিনি আরো জানান, এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।