September 21, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

তানোর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্য অঙ্গিভূত করা হয়েছে, দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন মোসাঃ সেলিনা পারভিন ভাঃ অফিসার ও মোঃ সেকেন্দার আলি থানা কোম্পানি কমান্ডার

মোঃ আলমগীর হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

তানোর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ কে  সামনে রেখে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্য অঙ্গিভূত করা হয়েছে, দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন মোসাঃ সেলিনা পারভিন ভারপ্রাপ্ত অফিসার, মোঃ সেকেন্দার আলি থানা আনসার পলাটুন কোম্পানি কমান্ডার, মোঃ মিজানুর রহমান প্রশিক্ষক, মোঃ রাকিবুল ইসলাম সহকারীঃ কোম্পানি কমান্ডার, মোঃ সফুর উদ্দিন সহ ইউপি দলপতি, দলনেত্রিরা,মোঃ রাকিবুল ইসলাম সহকারীঃ কোম্পানি কমান্ডার, পিটি প্যারেড করান নির্বাচনে ৫২ টি কোন্দ্রের জন্য রাইফেল প্রশিক্ষন প্রাপ্ত ৫৬ জন প্লাটুন কমান্ডার ৫২ জন সহকারী প্লাটুন কমান্ডার, ৫১৬ জন পুরুষ/মহিলা আনসার সহ মোট ৬২৪ জন আনসার ভিডিপি অঙ্গিভূত করা হয়, সকল সদস্যকে ফুল ইউনি ফরম দেওয়া হয়, এ প্রসঙ্গে, মোঃ সেকেন্দার আলি থানা আনসার পলাটুন কোম্পানি কমান্ডার বলেন আমরা আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী, আপনারা কোন প্রর্থীর পক্ষ নিবেন না, ভোট কেন্দ্রের নিরাপ্তা দিতে সর্বত্র দায়িত্ব পালন করবেন, মোসাঃ সেলিনা পারভিন ভারপ্রাপ্ত অফিসার বলেন সকল আনসার সদস্য কে যোগ্যতা অনুযয়ী বাছাই পূর্বক অঙ্গিভূত হয়েছে, এব্যাপারে কাউকে ঘুস দিবেন না, কেউ প্রমাণ দিতে পারলে, দোষিকে আইনের আউতায় নেওয়া হবে, একজন মহিলা সদস্যর বুট জুতার সমস্য থাকাই জুতাটি পরিবর্তন করতে চাইলে ষ্টোরের দায়িত্বরত মোসাঃ সোনিয়া, প্যানেল ইউনিয়েন কমান্ডার খারাপ আচরন করতে দেখা গেছে সে নাকি তার মনগড়া কাজ প্রতি নিওত করেন, খোজ নিয়ে দেখাযায় তার রিজাবে অনেক জুতা বাক্স বন্দি আছে, মোঃ সেকেন্দার আলি থানা আনসার পলাটুন কোম্পানি কমান্ডার বিষয়টি সমাধান করেন, প্রায় আনসার সদস্যরা  মোঃ সেকেন্দার আলি থানা আনসার পলাটুন কোম্পানি কমান্ডারের প্রতি সন্তোষ প্রকাশ করেন মাদক ও চোরাচালান অপরাধ দমনে দক্ষ অফিসার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর