October 7, 2024, 2:18 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে বারী সিদ্দিকীর দাফন

নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে বারী সিদ্দিকীর দাফন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

খ্যাতিমান সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে দাফন করা হবে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে। এ তথ্য জানিয়েছেন তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী। বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যাওয়ার কিছুক্ষণ পরই গোসল করানোর জন্য মোহাম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয় বারী সিদ্দিকীকে। সেখান থেকে মরদেহ আজ শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ১৪ /এ সড়কে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বারী সিদ্দিকীর প্রথম জানাজা হয় আজ শুত্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এরপর  সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হয় দ্বিতীয় জানাজা।

বাদ আসর তৃতীয় ও শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর তাকে কবরস্থ  করা হবে। উল্লেখ্য, বারী সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত দুই বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। তার দুটি কিডনি অকার্যকর ছিল। তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন। গত ১৭ই নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে তিনি এখানেই লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় তিনি ইন্তিকাল করেন।  তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বারী সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর