October 15, 2024, 7:14 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

দর্শকখরায় টিভি নাটক

দর্শকখরায় টিভি নাটক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকখরায় ভুগছে দেশের টিভি নাটক। গেল কয়েক বছর ধরে নাটক সংশ্লিষ্ট প্রায় সবাই এই একই কথা বলছেন। কিন্তু সংশ্লিষ্টরা দর্শকদের ফেরানোর চেষ্টা কতটুকু করছেন তা নিয়ে রয়েছে এন্তার প্রশ্ন। নিয়মিতই নাটক নির্মাণ হচ্ছে। সেগুলো আবার প্রচারও হচ্ছে। তবে সেগুলোর বেশির ভাগই দর্শক দেখছেন না। নাটক ভালোবাসেন দেশের এমন সব দর্শকই ভারতীয় সিরিয়ালগুলোর নাম জানেন। কখন কোন সিরিয়াল প্রচার হবে সেটিরও খবর রাখেন তারা। কারণ তারা নিয়মিত সেসবই দেখে থাকেন। কিন্তু আমাদের দেশীয় নাটক বা সিরিয়ালের ব্যাপারে তাদের আগ্রহ খুব কমই লক্ষ্য করা যায়। অল্প কিছু নাটক-সিরিয়ালের বাইরে বাকিগুলো নিয়ে দর্শকের কোনো মনোযোগ নেই। আমাদের দেশীয় নাটকের মতো ভারতীয় সিরিয়ালগুলোও ইউটিউবে দেখা যায়। তবুও দর্শক ইউটিউব নয়, টিভিতেই সেসব সিরিয়াল দেখছেন। কিন্তু কেন? এই প্রশ্ন সময়ের দাবি। ভারতীয় চ্যানেলগুলো দেশীয় দর্শকদের টাকা দিয়ে কিনে নেয়নি। কিন্তু দর্শকের চোখ সেসব চ্যানেলে। কি নেই আমাদের নাটকে? নাকি চ্যানেলগুলোর সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তরে বৈশাখী টিভি’র অনুষ্ঠান প্রধান আহসান কবির বলেন, ভারতীয় যে কয়টি চ্যানেল আমাদের দেশে জনপ্রিয় তারা বাংলাদেশসহ ভারতের ওড়িষা, আসাম, ত্রিপুরাসহ ছয়-সাতটি অঙ্গরাজ্যকে টার্গেট করে সিরিয়াল নির্মাণ করে। এটি সত্যি, মার্কেটিং পলিসির দিক থেকে তারা সফল। তবে আমি মনে করি, নাটকের মান উন্নয়নে তারা আমাদের চেয়ে পিছিয়ে আছে।  তাদের বেশির ভাগ সিরিয়ালের গল্প বউ-শাশুড়ি দ্বন্দ্ব, শ্বশুরের সঙ্গে বউয়ের মনোমালিন্য কিংবা একাধিক পরকীয়ানির্ভর। তাদের এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভারতীয় সিরিয়ালের পাশাপাশি আমাদের নাটকও দেখছে দর্শক। সেটি ইউটিউবে দেখা যায়। সময়ের সঙ্গে পরিবর্তন আসবেই। তাই দর্শক টিভিতে না দেখে ইউটিউবে সেটি দেখছে। তিনি আরো বলেন, ইউটিউবে নাটক দেখাকে আমি নেতিবাচকভাবে দেখি না। দর্শক নতুন এই মাধ্যমটি সাধ্যমতো গ্রহণ করেছে সময়ের পরিবর্তনে। তবে এ প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেন গুণী অভিনেত্রী আফরোজা বানু। তিনি বলেন, আমাদের নাটক দেখার জন্য একটা সময় ভারতীয় দর্শকরা অপেক্ষা করতো। এখন আমাদের দর্শক তাদের নাটক দেখার জন্য অপেক্ষা করে। আমাদের দেশে আগে যে সকল নাটক নির্মাণ হতো সেগুলোতে চরিত্রের উপস্থিতি দর্শকের মনে দাগ কাটতো। পারিবারিক ড্রামা বলতে যা বোঝায় সেটির সব চরিত্র দর্শক একটি নাটকে দেখতে পেত। এখন এর দারুণ অভাব রয়েছে। একদিকে ফ্যামিলি ড্রামা নির্মাণের সংখ্যা কম। অন্যদিকে যে নাটকগুলো নির্মাণ হচ্ছে তার বেশির ভাগ তথাকথিত নায়ক-নায়িকানির্ভর। সেখানে গল্পের প্রাধান্য থাকে কম। দর্শক খোঁজে বৈচিত্র্য। এই বৈচিত্র্য ভারতীয় সিরিয়ালে দর্শক দেখতে পায় বলেই সেগুলো দেখছে। ভারতীয় সিরিয়ালে আকৃষ্ট হওয়াকে অনেকে আমাদের দেশীয় নাটকের জন্য হুমকিও মনে করছেন। আর এভাবে চলার কারণে দেশীয় টিভি নাটকের প্রতি দর্শক বিমুখতা বেড়েই চলেছে। সেসূত্রে টেলিভিশন চ্যানেলগুলোও হারাচ্ছে দর্শক।

Share Button

     এ জাতীয় আরো খবর