October 15, 2024, 5:22 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

ব্যস্ত সময়ে মিথিলা

ব্যস্ত সময়ে মিথিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। চাকরিজীবী, অভিনেত্রী, গায়িকা, মডেল, উপস্থাপক অনেক পরিচয় থাকলেও অভিনেত্রী হিসেবেই তিনি পরিচিত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈঘ্র্য চলচ্চিত্র ‘মুখোমুখি’। এর আগে নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করলেও স্বল্পদৈঘ্র্যে এই প্রথম। গত বছর মার্চে শুটিং হয় পার্থ সেনের ভারতীয় ছবির। তার সহশিল্পী সব্যসাচী চক্রবতীর্র ছেলে গৌরব চক্রবতীর্। ছবিতে মিথিলার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। মিথিলা বলেন, ‘আমি নাটকে অভিনয় করি। কাজটা হাতে নেয়ার আগে ভাবিনি এটা ফিল্ম নাকি শটর্ ফিল্ম। গল্পটা শুনেছি আগে, খুবই ভালো লেগেছে। ঢাকার বাইরে গিয়ে অভিনয় করার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। প্রথমবার কলকাতায় গিয়ে অভিনয় করি।’ স্বল্পদৈঘ্র্য চলচ্চিত্রটি প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে।

মিথিলা বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকে নারী শিক্ষা ও শিশু উন্নয়ন নিয়ে কাজ করছেন দীঘির্দন ধরে। সপ্তাহে পাঁচ দিন অফিস। শুক্র-শনিবারে টুকটাক অভিনয় বা উপস্থাপনা করেন। বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’ উপস্থাপনা করছেন। এ কাজটাই করছেন নিয়মিত। উপস্থাপনা নিয়ে তিনি বলেন ‘আমি জাস্ট গল্প করি। আড্ডা মারি অতিথিদের সঙ্গে। যারা আসেন, তাদের নিয়ে আমারও অনেক কৌতূহল থাকে। সেসব প্রশ্ন করি। এটা এমন নয় যে, আমার খুব একটা স্ক্রিপ্ট মুখস্থ করে উপস্থাপনা করা হয়।’

এত ব্যস্ততার মাঝেও লেখালেখিও করেন। ছোটবেলা থেকেই গল্প ও কবিতা লিখতেন। বতর্মানে বাচ্চাদের জন্য একটা গল্পের বই লিখছেন মিথিলা। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই গল্প, কবিতা লিখি। হয়তো ওভাবে সেটা স্বল্পদৈঘ্র্য চলচ্চিত্র প্রকাশ করা হয়নি। এবার আশা করা যায়, লেখিকার পরিচয় দাঁড়িয়ে যাবে।’

সব কিছুর বাইরে মিথিলা একজন মা। পাঁচ বছর বয়সী মেয়ে আইরা তাহরিম খান তার একমাত্র সন্তান। মেয়ের কারণেই অভিনয়ে আগের চেয়ে বেশি অনিয়মিত। খুব কম কাজ করছেন। তিনি বলেন, ‘অফিস শেষ হলে সোজা বাসায় মেয়ের কাছে চলে যাই। যে কারণে শুটিং বা অন্য কাজ সন্ধ্যার পর রাখা সম্ভব হয় না। তা ছাড়া আমি তো এমনিতেই কম কাজ করি। অভিনয়ের পাশাপাশি অফিস নয়, অফিসের পাশাপাশি অভিনয় করি।’

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন মিথিলা। আপন আহসানের পরিচালনায় আইএফআইসি ব্যাংকের নতুন সেবা ‘আমার অ্যাকাউন্টে’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এ বিষয়ে মিথিলা বলেন, ‘কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়েছে। এবারই প্রথম আপন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। কাজটি বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’ এদিকে এ বিজ্ঞাপনের বাইরে কয়েকটি নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিথিলা। তবে টেলিভিশন নাটকে অনেক কাজ করলেও এখনো চলচ্চিত্রে অভিনয় করেননি এই অভিনেত্রী। এ নিয়ে মিথিলা বলেন, ‘চলচ্চিত্র একটি খুব বড় বিষয়। ভালো গল্প, পরিচালক এবং বাকি সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে চলচ্চিত্রে অভিনয় করব।’

Share Button

     এ জাতীয় আরো খবর