October 15, 2024, 11:15 am

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

একসঙ্গে দুই মিশনে টম ক্রুজ

একসঙ্গে দুই মিশনে টম ক্রুজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

২০১৮ সালে মিশন ইম্পসিবলের ষষ্ঠ কিস্তি ‘মিশন: ইম্পসিল- ফলআউট’ যে ব্যবসা দিয়েছে, তাতে নতুন মিশন নেয়া ছাড়া আর কিছু ভাবা যাচ্ছিল না। যেমন পরিকল্পনা তেমন কাজ। ভালো ব্যবসা হওয়ার কারণে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের আরও দুটি পর্বের কাজ শুরু হয়ে গেছে। মিশন ইম্পসিবল সিরিজের আগের দুটি পর্বের পরিচালক ক্রিস্টোফার ম্যাককৌরি। তিনিই দায়িত্ব পেয়েছেন নতুন দুটি পর্বের অর্থাৎ মিশন ইম্পসিবল ৭ ও ৮ পর্বের পরিচালনার দায়িত্ব। এরইমধ্যে তিনি শুরু করে দিয়েছেন গল্প লেখার কাজ। গল্প দুটি যেমন একসঙ্গে লেখা হচ্ছে তেমন ছবির দৃশ্যধারনও হবে ব্যাক টু ব্যাক মানে পরপর।

টম ক্রুজ নিজেই জানিয়েছেন এসব তথ্য। তিনি তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, সঙ্গে লিখেছেন ‘সামার ২০২১ এবং সামার ২০২২’। বোঝাই যাচ্ছে ছবি দুটি দর্শক-ভক্তরা দেখতে পাবেন ২০২১ ও ২০২২ সালে। অন্যদিকে পরিচালক ক্রিস্টোফার ম্যাককৌরি তার টুইটারে জানিয়েছেন, ‘মিশন: একসেপটেড’। ‘মিশন: ইম্পসিবল- ফলআউট’ ছবিটি সারাবিশ্বে এখন পর্যন্ত আয় করেছে আটশ মিলিয়ন ইউএস ডলার। মিশন: ইম্পসিবল সিরিজ শুরু হয় ১৯৯৬ সাল থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর