October 15, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

‘গাঙচিল’ শুরু করতে যাচ্ছেন পূর্ণিমা

‘গাঙচিল’ শুরু করতে যাচ্ছেন পূর্ণিমা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বেশ কয়েক বছর বিরতির পর বড় পর্দায় সরব হয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এরইমধ্যে নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির শুটিং শুরু করছেন। এ ছবির কাজ শেষ করেই চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে নতুন ছবি ‘গাঙচিল’ শুরু করতে যাচ্ছেন তিনি। পূর্ণিমা জানান, বর্তমানে এফডিসিতে ‘জ্যাম’ ছবির শুটিং করছি। এ ছবির পর নেয়ামূলের পরের ছবি ‘গাঙচিল’ এর কাজ শুরু করব। এ ছবিতে আমার চরিত্রের নাম থাকবে মোহনা। এ ছবিতে একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। এদিকে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে টানা ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু হচ্ছে।

বর্তমানে এ ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ‘গাঙচিল’ ছবিতে চরিত্রের প্রয়োজনে স্কুটি চালাবেন পূর্ণিমা। তাই শুটিং শুরুর আগে তাকে স্কুটি চালাতে সহযোগিতা করেছেন চিত্রনায়ক ফেরদৌস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গাঙচিল উপন্যাস অবলম্বনে নির্মাণ পরিকল্পিত ‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন নির্মাতা নেয়ামূল। তিনি এ ছবির গল্প নিয়ে আরো জানান, নোয়াখালীর চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দের গল্প এই সিনেমায় দেখা যাবে। এনজিওকর্মী হিসেবে পূর্ণিমাকে অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করতে হবে। সাধারণত মাঠপর্যায়ের এনজিওকর্মীরা স্কুটি চালিয়ে এসব অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। পূর্ণিমা এমনই চরিত্রে অভিনয় করবেন। প্রসঙ্গত, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘এই জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’।

Share Button

     এ জাতীয় আরো খবর