October 15, 2024, 3:17 am

সংবাদ শিরোনাম
সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ

প্রয়াত টুটুলের শুটিং শেষ করবেন তার স্ত্রী

প্রয়াত টুটুলের শুটিং শেষ করবেন তার স্ত্রী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর প্রয়াত হয়েছেন দেশের অন্যতম নির্মাতা-ভিডিও সম্পাদক-মুক্তিযোদ্ধা সাইদুল আনাম টুটুল। রেখে গেছেন নির্মাণাধীন ‘কালবেলা’ সিনেমার মাত্র দুই দিনের শুটিং।

এবার জানা গেল সেই অসমাপ্ত কাজটি শেষ করবেন তারই স্ত্রী মোবাশ্বেরা খানম। বিষয়টি নিশ্চিত করলেন ছবিটির অন্যতম অভিনেতা শিশির আহমেদ।

তিনি বললেন, ‘কষ্ট এখানেই, ছবিটির কাজ শেষ পর্যায়ে এনে টুটুল ভাই চলে গেলেন। এটি ছিল তাঁর স্বপ্নের ছবি। তো আমরা সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করতেই চাই। টুটুল ভাইয়ের স্ত্রী এগিয়ে এসেছেন। ছবিটির বাকি অংশের কাজ তিনি শেষ করবেন বলে জানিয়েছেন। উনাকে সহযোগিতা করবেন শওকত আলী রানা ভাই। আশা করছি নির্বাচনের পরপরই আমরা ছবিটির বাকি কাজ নিয়ে মাঠে নেমে পড়বো।’

এদিকে শিশির আহমেদ আরও জানান, প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘কালবেলা’ মুক্তি দেওয়া হবে। আর এই উদ্যোগের কথা তাদের জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল।

২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি’ বই থেকে ‘কালবেলা’ চলচ্চিত্রের গল্প নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীর ওপর অত্যাচার ও নির্যাতনের গল্প তুলে ধরা হচ্ছে এই ছবিতে। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে শিশির ও সানজিদা চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। ছবিটি নির্মিত হচ্ছে পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে।

শিশির ও তাহমিনা অথৈ ছাড়াও এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, জুলফিকার চঞ্চল, কোহিনূর, তানভীর মাসুদ, সাইকা আহমেদ, নওশের আশফাক, সুমন আহমেদ বাবু, শিশুশিল্পী সিয়াম ও মোরসালিনসহ অনেকে।

এর আগে সরকারি অনুদানে ২০০৩ সালে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায়। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে সম্পাদক হিসেবে কাজ করেছিলেন এই নির্মাতা।

Share Button

     এ জাতীয় আরো খবর