October 14, 2024, 5:30 pm

সংবাদ শিরোনাম
বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

জয়া আহসানের ‘খাঁচা’ এবার নাইজেরিয়াতে

জয়া আহসানের ‘খাঁচা’ এবার নাইজেরিয়াতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নাইজেরিয়ার আবুজাতে চলছে এশিয়ান চলচ্চিত্র উৎসব। এতে দেখানো হবে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’।

গত সোমবার থেকে শুরু হওয়া এ উৎসবের দ্বিতীয় দিন আজ (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেখানো হবে এটি।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক আকরাম খান।

জানা যায়, পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামি ১৪ ডিসেম্বর। এতে বাংলাদেশ ছাড়াও  ইরান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, জাপানসহ মোট দশটি দেশ অংশগ্রহণ করছে।

গতকাল বাংলাদেশ সময় রাত নয়টায় উৎসবের উদ্বোধন করেন নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার এম শামীম আহসান।

এতে অনেক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন।

‘খাঁচা’ ছবির পরিচালক আকরাম খান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এটি ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র। বাইরে প্রদর্শনী বা উৎসবটা তারা দেখভাল করছে। এছাড়াও আগামি জানুয়ারিতে এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে আমাদের।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।

ছবিটি গত বছর অস্কারের পাঠানোর জন্য নির্বাচন করা হয়েছিল। ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর এটি মুক্তি পায়।

Share Button

     এ জাতীয় আরো খবর