December 26, 2024, 8:19 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

৫০ এ জুহি

৫০ এ জুহি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী জুহি চাওলার জন্মদিন । তিনি ৫০ এ পা রেখেছেন। বিশ্বাস হয়?  না হবারই কথা। কারণ সৌন্দর্য ও ফিটনেসের দিক দিয়ে চলতি সময়ের অনেক শীর্ষ নায়িকাকেও হার মানান জুহি। ভারতীয় এ অভিনেত্রীর জন্ম ১৯৬৭ সালের ১৩ নভেম্বর। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জুহির।

এরপর আর থেমে থাকতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রীতে পরিণত হন। ‘কেয়ামত সে  কেয়ামত তাক’, ‘চাঁদনী’, ‘লুটেরে’, ‘আন্দাজ’, ‘ইয়েস বস’, ‘ইশক’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ী’র মতো দর্শকপ্রিয় ছবি উপহার দেন তিনি। ‘কেয়ামত সে  কেয়ামত তাক’ ছবির জন্য  সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন তিনি।  বিশেষ করে আমির খানের সঙ্গে তার জুটি বেশ সফলতা পেয়েছিলো নব্বই দশকে। এর আগে অবশ্য ১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জয় করেন জুহি চাওলা। এরপর দু’বছর বিরতি নিয়ে নিজেকে বলিউডের জন্য প্রস্তুত করেন তিনি। শুধু তাই নয়, নব্বই দশকের অন্যতম সেরা স্টাইল আইকন ধরা হয়ে থাকে জুহিকে। ‘চাঁদনী’ ও ‘ইশক’ ছবিতে তার পরিধেয় পোশাক সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। ৫০ বছর বয়সে এসেও তার রুচিশীল সাজ-পোশাক মুগ্ধ করে ভক্তদের। সর্বশেষ ‘দিল ভিল প্যায়ার ভ্যায়ার’ ও ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে জুটিকে। সামনেই ওয়েব সিরিজ ‘দ্য টেস্ট কেইস’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। অনেকেরই অজানা যে জুহি চাওলা শুধু সফল অভিনেত্রীই নন, একজন সফল ব্যাবসায়িও। শাহরুখ খানের ব্যাবসায়িক পার্টনারও তিনি। ব্যাক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্রের জননী তিনি। তার স্বামী স্বনামধন্য ব্যবসায়ি জয় মেহতা।

Share Button

     এ জাতীয় আরো খবর