ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
পাকিস্তানে সীমিত আকারে ক্রিকেট আয়োজন চলছে। বিশ্ব একাদশের পর শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে গিয়েছে লাহোরে। ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসতেও কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এ অবস্থায লাহোর কেন্দ্রিক ক্রিকেটকে দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে চায় দেশটি। এজন্য আগামি বছর অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল করাচিতে আয়োজন করতে চায় পিসিবি। পিসিবি চেয়ারম্যান নজম শেঠি বলেন, ‘করাচিতে এটা আয়োজনের জন্য আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
এদিকে পিএসএলের পরবর্তী আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আগের বারই ছিলেন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুস্তাফিজুর রহমান। রবিবার প্লেয়ার্স ড্রাফটে লাহোর কালান্দার্স কিনেছে বাঁহাতি এই পেসারকে।