November 14, 2024, 4:40 pm

সংবাদ শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে লাপাত্তা আয়োজকরা, গণমাধ্যমে কথা বললেন ভুক্তভোগীরা উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাটাডোর গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এ্যডভোকেট মোঃ শাহালম নিজেই একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা ৫০ লাখ

ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়: ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টে ঐক্য নেই বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ অনৈক্যের কারণে তাদের অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ সময় সারা দেশে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা হয়েছে জানিয়ে নির্বাচনে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার দলের সভাপতির ধানম-ি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সদস্যরা সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির ধানম-ি কার্যালয়ে বৈঠক করেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাদের ভেতরেই জগাখিচুড়ি অবস্থা, পরিস্থিতি মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। হসপস অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে, সব এলোমেলো, বোঝাই যাচ্ছে ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়। সরকার সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ প্রার্থীদের নির্বাচনী কাজে বাধা দিচ্ছে বিএনপির নেতাদেরÑএমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এ বিষয়ে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলতে হবে। জামায়াত ছাড়া বিএনপি যে অচল, তা দলটি আগেই প্রমাণ করেছে। এবারও তারা জামায়াতের সহিংসতার শক্তির সহযোগিতা নিচ্ছে বলেও দাবি করেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নাথিং নিউ, জামায়াত ছাড়া বিএনপি অচল। বিএনপি আর জামায়াত এক মোহনায় একাকার। তারা একসঙ্গেই কাজ করছে, একসঙ্গেই সন্ত্রাস করছে। একসঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতি করছে। সাম্প্রদায়িকতার নাম্বার ওয়ান পৃষ্ঠপোষকই হচ্ছে বিএনপি। জামায়াতকে ব্যাক করে তারা, জামায়াত আবার তাদের ব্যাক করে। আসন ভাগাভাগি নিয়ে মহাজোটের শরিকদের সঙ্গে বড় কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনোনয়য়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই ছোটখাটো সমস্যা, যা আছে তা সমাধান হয়ে যাবে। বিএনপির পরিস্থিতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকরা তার কাছে জানতে চান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন নবী খান সোহেলের মনোনয়নপত্র জমা না দেওয়ার পেছনে সরকারের কোনো ভূমিকা রয়েছে কিনা। উত্তরে কাদের বলেন, এটা তাদের (বিএনপির) ইন্টারনাল ব্যাপার। এর মধ্যে দুজন নেতা আছেন যারা তাদের মনোনয়ন কাক্সিক্ষত জায়গায় দেওয়া হয়নি বলে মনোনয়নপত্র জমা দেননি। মির্জা আব্বাস সময় মত মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচন কমিশন তো আর নিয়মের বাইরে যাবে না। আমরা যতটুকু জানি বিএনপির জগাখিচুরি অবস্থা, পরিস্থিতি মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে গত বুধবার ছিল রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র দাখিল না করায় মিন্টু, আলাল বা সোহেল এবার নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অবশ্য বিষয়টিকে দলীয় কৌশল হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন্য তারেক রহমান দেশের বাইরে- এ অবস্থায় অন্যান্যের নির্বাচনে সহযোগিতা করার জন্যই দলীয় সিদ্ধান্তে তারা তিনজন মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি বলে বিএনপি নেতারা দাবি করে এলেও কাদের তা মনে করেন না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের সাথে তাদের অনেক কথা হয়েছে, এসব বিষয়ে আমাদের কথা বলা উচিত না। তবে তারা বলেছে, বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না- এ প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথাবার্তা আছে, বলব কেন? গোপন কথা গোপন থাক। আওয়ামী লীগের জোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা নিয়েও কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তারা জানতে চান, নির্বাচনের আগে এরশাদের এবারের অসুস্থতা ২০১৪ সালের নির্বাচনের আগে তার ‘অসুস্থ’ হয়ে পড়ার মত কোনো বিষয় কি না। জবাবে কাদের বলেন, অসুস্থতা নিয়ে এমন কথা না বলাই ভাল। অসুস্থতা গতবারের মত নয়। অবস্থা সঙ্কটের দিকে ছিল, এখন স্থিতিশীল আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর