October 18, 2024, 11:10 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। গতকাল শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত হওয়া নতুন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। আইনজীবীদের আদালতের আইন কর্মকর্তা উল্লেখ করে আবদুল ওয়াহহাব মিঞা বলেন, গত ২৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, আইন পেশার মানুষরা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি প্রচলিত প্রবাদ হলো, যেখানে আইনের শাসন পতন হয়, সেখানে স্বৈরাচারের উত্থান হয়, বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের ওপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত রয়েছে। এ ক্ষেত্রে বারের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যোগ করেন আবদুল ওয়াহহাব মিঞা। অনুষ্ঠানে আইনমন্ত্রী অর্থের পেছনে না ঘুরে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে আইনজীবীদের পরামর্শ দেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইন পেশায় ঢোকার আগে বয়স নির্ধারণ করে দেওয়া উচিত। অনেকেই অন্য পেশায় থেকে আইন পেশার সনদ নেন, যা ঠিক নয়। চলতি বছর প্রায় তিন হাজার আইনজীবীর মধ্যে সনদ বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

Share Button

     এ জাতীয় আরো খবর