February 18, 2025, 6:34 pm

সংবাদ শিরোনাম
আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত জৈন্তাপুরে  আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে আটক তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- সালাহউদ্দিন আহমদ চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ট” এ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা গাইবান্ধায় স্থানীয় কিশোর গ্যাং জিম্মি করে আদায় করছে মুক্তিপণ

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। গতকাল শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত হওয়া নতুন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। আইনজীবীদের আদালতের আইন কর্মকর্তা উল্লেখ করে আবদুল ওয়াহহাব মিঞা বলেন, গত ২৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, আইন পেশার মানুষরা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি প্রচলিত প্রবাদ হলো, যেখানে আইনের শাসন পতন হয়, সেখানে স্বৈরাচারের উত্থান হয়, বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের ওপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত রয়েছে। এ ক্ষেত্রে বারের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যোগ করেন আবদুল ওয়াহহাব মিঞা। অনুষ্ঠানে আইনমন্ত্রী অর্থের পেছনে না ঘুরে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে আইনজীবীদের পরামর্শ দেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইন পেশায় ঢোকার আগে বয়স নির্ধারণ করে দেওয়া উচিত। অনেকেই অন্য পেশায় থেকে আইন পেশার সনদ নেন, যা ঠিক নয়। চলতি বছর প্রায় তিন হাজার আইনজীবীর মধ্যে সনদ বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

Share Button

     এ জাতীয় আরো খবর