October 18, 2024, 1:58 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

‘ভাগ্যিস, কোহলির বিপক্ষে বল করতে হয়নি!’

‘ভাগ্যিস, কোহলির বিপক্ষে বল করতে হয়নি!’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অর্ধেকটা মাঠজুড়ে লম্বা এক রানআপ। কপাল বেয়ে নেমে আসছে চুল। প্রচ- গতিতে ছুটে এসে ছুড়তেন আগুনের গোলা। বোলিং প্রান্তে শোয়েব আখতার মানেই তো ব্যাটসম্যানদের কাঁপাকাঁপি। সেই শোয়েব কিনা বলছেন, কোহলির বিপক্ষে বোলিং করতে হয়নি বলে তিনি ভাগ্যবান!

ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিংদের যুগের কোনো বোলারের মুখে এমন প্রশস্তি শুনে তৃপ্তি পাবেন যে-কেউ। বিরাট কোহলি একটু হলেও আত্মশ্লাঘায় ভুগবেন। অবশ্য শুরুটা করে দিয়েছেন কোহলি নিজেই। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন একসঙ্গে খেলেছেন মাত্র একবার। সে ম্যাচেও দুজন মুখোমুখি হতে পারেননি। আখতারের প্রথম স্পেলের পর নামা কোহলি দ্বিতীয় স্পেলের আগেই সেদিন ফিরে যান।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও আখতার কতটা ভয়ংকর ছিলেন, সেটা জানিয়েছিলেন কোহলি, ‘আমি কখনো শোয়েব আখতারের মুখোমুখি হইনি। কিন্তু ডাম্বুলায় একবার তাঁকে বোলিং করতে দেখেছি। আমি আউট হয়ে গিয়েছিলাম, তাই তাঁকে খেলতে হয়নি। তবে তাঁকে বল করতে দেখেছি এবং ক্যারিয়ারের শেষভাগেও তাঁকে ভয়ংকর মনে হচ্ছিল। তখন মনে হয়েছিল, সেরা সময়ে কোনো ব্যাটসম্যানই তাঁর মুখোমুখি হতে চাইত না।’

এমন প্রশংসার উত্তরে মজা করতে ছাড়েননি পাকিস্তানের সাবেক গতি-দানব, ‘আমার ভাগ্য ভালো, কোহলির ব্যাটিংয়ের সময় বল করতে হয়নি। ঠাট্টা না করে যদি বলি, সে অসাধারণ ব্যাটসম্যান। ওর বিপক্ষে বল করতে পারলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো।’

২০১০ সালের এশিয়া কাপের সে ম্যাচে ২৭ বলে ১৮ করেছিলেন কোহলি। আখতার নিজেও ছিলেন উইকেটশূন্য। সূত্র: ডেইলি টাইমস।

Share Button

     এ জাতীয় আরো খবর