September 22, 2024, 5:44 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর দাবি ত্রাণমন্ত্রীর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর দাবি ত্রাণমন্ত্রীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার মানুষের চোখের জল অবিরাম ঝরছে। এই হামলার মামলার রায় অবিলম্বে কার্যকর করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দোষীদের শাস্তি অবিলম্বে কার্যকরের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীসহ সংগঠনের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নিজেকে গ্রেনেড হামলার শিকার ও পরবর্তীতে মামলার প্রত্যক্ষ স্বাক্ষী হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলকে গ্রেনেড হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার মত বর্বরতা ইতিহাসে নজিরবিহীন। তিনি বলেন, এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা চলছে, আগামি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ত্রাণমন্ত্রী। এ সময় তিনি নবগঠিত জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্তব্য করে বলেন, বার্ধক্যজনিত কারণে শারীরিক ও মানসিকভাবে অক্ষম কিছু ভোটারবিহীন রাজনীতিকের ঐক্যে দেশের ক্ষমতার পট পরিবর্তন হবেনা। তিনি বলেন, ডিজিটাল ও অর্থনৈতিকভাবে গতিশীল বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কর্মঠ ও সুদূরপ্রসারী চিন্তাশীল মানুষের নেতৃত্ব প্রয়োজন। তাঁর নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান ত্রাণমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর