October 13, 2024, 5:24 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

অধরার দুই ছবি মুক্তির অপেক্ষায়

অধরার দুই ছবি মুক্তির অপেক্ষায়

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নবাগত নায়িকা অধরা খান। এরইমধ্যে তিনটি ছবির কাজ শেষ করেছেন তিনি। শাহিন সুমন পরিচালিত ‘মাতাল’ ও ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবি দুটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। যদিও কোনো ছবিরই এখন পর্যন্ত মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তাই বলতে গেলে নিজের দুটি ছবির মুক্তি নিয়ে অপেক্ষাতেই আছেন অধরা। তাঁর এই দুটি ছবি নিয়ে কথা বলেন ছবিগুলোর পরিচালক। ‘মাতাল’ ছবির পরিচালক শাহিন সুমন বলেন, ‘আমরা ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেয়েছি ঈদের আগেই। ইচ্ছে ছিল গত ঈদে মুক্তি দেবার। কিন্তু ছবিটি ছাড়পত্র পাই ঈদের একদিন আগে। যে কারণে ঈদের একদিন আগে সারা দেশে ছবি মুক্তি দেওয়া কঠিন হয়ে যায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবির প্রশংসা করে আমাকে ঈদে ছবিটি মুক্তি দিতে না করেছেন। ছাড়পত্র পাওয়ার একদিনের মধ্যে ছবিটি মুক্তি দিলে প্রচার করা যেত  না। তারা ছবিটি নিয়ে সঠিকভাবে প্রচার করে মুক্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমরাও ছবিটি নিয়ে অনেক আশাবাদী। ছবিটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’ অধরাকে নিয়ে শাহিন সুমন বলেন, ‘অধরা নতুনদের মধ্যে ভালো কাজ করছেন। এরইমধ্যে আমি তাকে নিয়ে দুটি ছবি নির্মাণ করেছি : ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’। ‘মাতাল’ ছবিটি সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায় আছে। আর ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির কাজ শেষ করেছি। আশা করি কিছুদিনের মধ্যে সেন্সরে জমা দিতে পারব।’ ‘নায়ক’ ছবির পরিচালক ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘আমরা কোনো একটি উৎসবকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দিতে চাই। কারণ এই ছবিটি আধুনিক সময়ের ব্যয়বহুল একটি ছবি। গল্প, গল্পের সাথে অ্যারেঞ্জমেন্ট, গানের বেলায় ভালো কোরিওগ্রাফি দিয়ে আমরা ছবিটি সাজিয়েছি। বর্তমান সময়ে টেকনোলজি ব্যবহার করেছি। আমি বিশ্বাস করি দর্শক ভালো চলচ্চিত্র দেখার জন্য অপেক্ষায় থাকেন।’

অধরাকে নিয়ে ইস্পাহানী আরিফ জাহান বলেন, আমি ছবির নায়িকাকে নিয়ে আশাবাদী। তিনি ভালো অভিনয় করেন, কাজের প্রতি অনেক যতœশীল। আমার ধারণা এখন যে শিল্পী সংকট চলছে তা পূরণ করতে সহায়ক হবেন অধরা খান। আমি এরইমধ্যে তাঁকে নিয়ে ‘ড্রিমগার্ল’ শিরোনামে আরেকটি ছবি করছি। এখন গল্প গোছানোর কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে পারব। সনি মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘মাতাল’ ছবিতে নবাগত অধরার সাথে জুটিবেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। এতে সাইমন-অধরা ছাড়াও আরেক জুটি হিসেবে থাকছেন মডেল-চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা অরিন। এ ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয় রাজসহ অনেকে। ‘নায়ক’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন নায়ক বাপ্পী। জাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এই ছবির কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে বাপ্পী ও অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর