October 13, 2024, 1:23 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

ভালো নেই মিলা

ভালো নেই মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রায় ৭ বছরের বিরতি ভেঙে ২০১৫-তে নতুন গান নিয়ে হাজির হয়েছিলেন পপ তারকা মিলা ইসলাম। ‘নাচো’ শিরোনামের সেই গানের অডিও-ভিডিও নিয়ে ফিরেই তাক লাগিয়ে দেন তিনি। গানটি মিলা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তখন শ্রোতারা ভেবেছিলেন এখন থেকে হয়তো মিলাকে নিয়মিত পাওয়া যাবে গানে। খোদ এই পপ তারকাই নিয়মিত গান করার কথা জানান। কিন্তু না। সেটা হয়নি। ফের অনিয়মিত হয়ে পড়েন মিলা। এরপর মিলা গত বছর আবার আলোচনায় আসেন বিয়ে করে এবং তার ঠিক দু’মাসের মাথায় স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে নারী নির্যাতনে মামলা করেন। এর আগে ১০ বছর প্রেমের পর বিয়ে করেন মিলা ও সানজারি। গত বছরই মে মাসে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসেন মিলা। তার স্বামী পারভেজ সানজারি পেশায় একজন বৈমানিক। বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দু’জনের মধ্যে। মিলা অভিযোগ করেছিলেন, তার স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। তাছাড়া মিলাকে শারীরিক ও মানসিক নির্যাতনও করেন মিলা। জানা গেছে সানজারি জামিনে রয়েছেন। এই মামলটি এখনও চলছে। তবে ভালো নেই মিলা। কারণ মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বিশেষ করে তার স্বামীর পরিবার ও বন্ধুবান্ধবের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে চাপে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মিলা। আর তার ফলেই এখন কোনোভাবেই গানে মন বসাতে পারছেন না এ গায়িকা। এর কারণে নতুন গান ও স্টেজ থেকে দূরে রয়েছেন এ পপ তারকা। মিলা বলেন, দেখুন আমি যে অবস্থায় এখন রয়েছি সেই অবস্থায় কোনোভাবেই গানে মনোযোগ দেয়া সম্ভব নয়। আমি সবাইকে জানাতে চাই যে আমি ভালো নেই। এই মামলাটির পর থেকে বিভিন্নভাবে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমি কল্পনাও করতে পারিনি এমনসব ঘটনা ঘটছে। আমার মতো পরিচিত একজনেরই যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মেয়েদের কি অবস্থা সেটাও চিন্তা আসে মাঝেমধ্যে। তবে আমার সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আমি চাই এখান থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করতে। তাহলে কি গানে ফেরা হবে না আপনার সহসাই? আপনি কি চাচ্ছেন? মিলা বলেন, আমি চাই সুষ্ঠু সুরাহা। সুষ্ঠু বিচার। তাহলেই আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমি জানি আমার ভক্ত-শ্রোতারা আমার গানের অপেক্ষায় রয়েছেন। তারা আমাকে প্রতিনিয়ত মিস করেন। আমি তাদের বলতে চাই আরো অপেক্ষা করুন। আমি নিজেকে গুছিয়ে নিতে চাই। বর্তমান অবস্থাটা থেকে বের হতে চাই। আবার গান নিয়ে সবার সামনে হাজির হতে চাই।

Share Button

     এ জাতীয় আরো খবর