October 12, 2024, 11:25 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

ভিন্ন আঙ্গিকে সালমা

ভিন্ন আঙ্গিকে সালমা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ তারকা মৌসুমী আক্তার সালমা। স্টেজ, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে সরব তিনি। স্বামীর সঙ্গে বছর দুই আগে ডিভোর্স হওয়ার পর থেকেই সালমা নতুন গতিতে কাজ করছেন। সেই গতি যেন চলতি বছর এসে আরো বেড়েছে। এ বছর সালমা নিজেকে আরো অন্যরকমভাবে মেলে ধরেছেন। বিভিন্ন ধরনের গান প্রকাশ করছেন তিনি। ফোক গানের শিল্পী হিসেবেই মূলত পরিচিত সালমা। কিন্তু এ বছর ফোকের বাইরেও তিনি কিছু আধুনিক গান করেছেন যা বেশ প্রশংসিত হচ্ছে শ্রোতামহলে।

গেল ঈদে আসিফ আকবরের সঙ্গে সালমার দ্বৈত গান ‘আই অ্যাম ইন লাভ’ প্রকাশ হয়েছে। মিলনের সুরে এ গানটির সংগীত করেছেন এমএমপি রনি। গানটির ভিডিওতেও অভিনয় করেছেন আসিফ ও সালমা। এরইমধ্যে বেশ প্রশংসিত হয়েছে গানটি। এদিকে এর বাইরে সম্প্রতি প্রকাশ হয়েছে সালমার আরও একটি আধুনিক গান ‘তুমি আমার নেশা’। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাওয়া এ গানটির সুর ও

সংগীত করেছেন আমজাদ হোসেন। অন্যদিকে সেলন টি এর ইউটিউবে প্রকাশিত পুরনো গান ‘এই স্বর্ণালী সন্ধ্যায়’ গেয়েছেন সালমা। এটি নতুন করে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। সব মিলিয়ে ফোকের বাইরেও চলতি বছর নিয়মিতই গান করছেন সালমা। আর সেগুলো শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণও করছেন। এ বিষয়ে এ শিল্পী বলেন, আসলে আমি লালন ও ফোক গানের শিল্পী হিসেবে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় পরিচিতি পেয়েছি। তার পর সবাই আমাকে ফোক গানেই বেশি চেয়েছেন। এ কারণে ফোক গানই করা হয়েছে আমার। আধুনিক গান খুব কম হয়েছে। তবে আমি সব ধরনের গানই কিন্তু করতে চাই। আধুনিক গান আমি আগে যে হাতে গোনা কয়েকটি করেছিলাম সেগুলো সবাই পছন্দ করেছেন। তাই এ বছর এসে একটু ভিন্নতা আনতেই আধুনিক গান করছি কিছু। বড় বিষয় হলো সেগুলো শ্রোতা-দর্শক গ্রহণ করেছে। এটাই আমার পাওয়া। সামনেও ফোক গানের পাশাপাশি আমাকে আধুনিক গানেও নিয়মিত পাওয়া যাবে। সেভাবেই পরিকল্পনা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর