December 21, 2024, 8:36 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক জানান, গতকাল বৃহস্পতিবার সাকাল থেকে নৌ-পুলিশের দুটি টিম ফের অনুসন্ধান শুরু করে। গত বুধবার দুপুরে সেতু থেকে ওই তরুণ-তরুণী বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত অনুসন্ধান করে তাদের খোঁজ মেলেনি। তাদের পরিচয় জানা যায়নি। এসআই রবিউল বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল গভীর রাতে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে। এরপরও নৌ-পুলিশের দুটি দল ফতুল্লা থেকে পোস্তগোলা পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখে। রাতের পালা শেষ হলে সকালের পালায় যোগ দিতে আসা নৌ-পুলিশ দল আবার অনুসন্ধান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদলও দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আসবে বলে জানান এসআই রবিউল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রবিউল জানান, গত বুধবার দুপুরে মাঝ সেতুতে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। একপর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গায় লাফিয়ে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে; পরে পুলিশে খবর দেয় বলে তিনি জানান। নিখোঁজ তরুণী লাল সেলোয়ার-কামিজ এবং তরুণ সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর