October 12, 2024, 5:15 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০

নতুন পরিকল্পনায় রোজিনা

নতুন পরিকল্পনায় রোজিনা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গেল ঈদের ক’দিন আগে ঢাকা থেকে লন্ডনে যান চিত্রনায়িকা রোজিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। গতকাল কথা হয় তার সঙ্গে। এ সময় রোজিনা বলেন, ভাইয়ের সঙ্গে ঈদ করলাম এবার। তবে দেশের বাইরে থাকলেও দেশকে বেশ মিস করছি। শিগগির দেশে ফিরে নতুন কাজ শুরু করব আমি। নিজের লেখা একটি স্ক্রিপ্টে কাজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে এখনই সবকিছু বলব না, দেশে ফিরে আমার কাজের পরিকল্পনাটা জানিয়ে দেবো। সবশেষ এটিএন বাংলায় তার অভিনীত ‘বিবিসাব’ নাটকটি প্রচার হয়। নাট্যকার আবদুল্লাহ আল মামুনের লেখা মঞ্চনাটক ‘বিবিসাব’-এর অনুপ্রেরণায় এর চিত্রনাট্য করেন নির্মাতা তারিক মুহম্মদ হাসান। নাটকে তার বিপরীতে অভিনয় করেন ইন্তেখাব দিনার। পাশাপাশি জনপ্রিয় ফ্যাশন প্রতিষ্ঠান ‘বিশ্বরঙ’-এর মডেল হিসেবেও গত বছর কাজ করেন তিনি। এ ছাড়া গত রমজানের ঈদের বেশকিছু

অনুষ্ঠানে অতিথি হিসেবেও হাজির হয়েছিলেন তিনি। কয়েক বছর ধরে লন্ডনেই তার স্থায়ী বসবাস। তবে প্রতি বছরই কিছুদিনের সময় হাতে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। চলতি বছরের শুরুতে তিনি তার নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দিতে রাজাকার আলবদর দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনীকে ঘিরেই একটি ছবির গল্প লিখেছেন। নাম ‘বীরাঙ্গনা’। এ ছবির চিত্রনাট্যও তার নিজের লেখা। এটি নিয়ে সামনে কাজ করার পরিকল্পনাও আছে তার। ১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পান। এ ছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরস্কারও লাভ করেন। ১৯৮৬ সালে ‘হাম সে হায় জামানা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম।

Share Button

     এ জাতীয় আরো খবর